কাশিয়ানী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কাজী নুরুল আমিন (তুহিন) রবিবার (৩ মার্চ) সাজাইল বাজার, পারুলিয়া ও সাতাশিয়ায় ব্যাপক গণসংযোগ করেছেন।
তিনি বাজারের প্রতিটি দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের ভোট ও দোয়া চান।
আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী নুরুল আমিন (তুহিন) ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
ইতোমধ্যে সাধারণ মানুষের ভালবাসা আদায় করে তাদের মনে ঠাঁই করে নিয়েছেন।
উপজেলা নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতিদিন ভোর থেকে শুরু করে মধ্য রাত অবধি উপজেলার এ প্রান্ত থেকে অন্যপ্রান্তের সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি খোঁজ খবর নিচ্ছেন বিভিন্ন বিষয়ে।
কাশিয়ানীর সাধারণ ভোটাররা জানান, গরীব দুঃখী মানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ কাজী নূরুল হালিম (হালিম কাজী’র) সুজোগ্য পুত্র কাজী নুরুল আমিন (তুহিন) সততা ও যোগ্যতার বিচারে এগিয়ে আছেন। যিনি মেহনতী ও শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষের সুখ-দুঃখের সর্বসময়ের সাথী। তিনি এলাকার মানুষের সুখে দুঃখে নিজেকে উৎসর্গ করেছেন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক “বঙ্গবন্ধু”র রাজনৈতিক সহচর, মাগুরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেশপ্রেমিক ও নির্ভীক জননেতা সাবেক এমপি সৈয়দ আতর আলীর সুজোগ্য নাতি এবং কাশিয়ানীর প্রবাদপ্রতিম পুরুষ “বঙ্গবন্ধু”র স্নেহধন্য, কাশিয়ানী থানা আওয়ামী লীগের প্রতিস্টাতা সদস্য, মহান মুক্তিযুদ্ধ কালিন বঙ্গবন্ধুর নির্দেশে গঠিত সংগ্রাম পরিষদের সভাপতি, সৎ, সাহসী এবং আদর্শবান জননেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ কাজী নূরুল হালিম (হালিম কাজী’র) সুজোগ্য পুত্র কাজী নুরুল আমিন (তুহিন)।
ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতির ধারক তুহিন কাজী ১৯৯২ সালে এম এ খালেক কলেজের ভি পি, ১৯৯৭ সালে কাশিয়ানী থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
“বর্তমানে কাশিয়ানী থানা যুবলীগ এর সভাপতি পদে আছেন”।
১/১১ এর রাজনৈতিক অস্থিরতার সময়ে গাড়ি পোড়ানো মামলার অন্যতম আসামি।
ত্যাগী, সংগ্রামী, নিবেদিত এই রাজনিতীক আপাদমস্তক এবং বংশগত আওয়ামীপন্থী।
বিগত বি.এন.পি দুঃশাসন এর সময়ে হামলা-মামলা, জেল-জুলুম, অত্যাচার-হয়রানির শিকার হয়েছেন তিনি।
জননেত্রী শেখ হাসিনার আদর্শে উজ্জীবিত, “মুজিব সৈনিক” কাজী নুরুল আমিন (তুহিন) এর সার্বিক রাজনৈতিক পরিচয় ও প্রশংসনীয়।
জানতে চাইলে কাজী নুরুল আমিন (তুহিন) “কালের চাকা”কে বলেন, কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণের ভোটে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে কাশিয়ানী উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো। মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত উপজেলা গড়াই আমার প্রধান লক্ষ্য। আশা করি কাশিয়ানীবাসীর ভোটে আমি নির্বাচিত হবো। তিনি আরও বলেন, আমি যদি নির্বাচিত হই তাহলে কাশিয়ানীর রাস্তাঘাট ও স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে কৃষি খাতে অভাবনীয় উন্নয়ন সাধনে সদা সচেষ্ট থাকবো।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply