স্টাফ রিপোর্টার : ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার ( ৪ জানুয়ারি) দিবসটি উপলক্ষে সকাল ১১টায় সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
সেখানে উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদের সভাপতিত্বে ও রাজিব আহমেদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবু হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,টগরবন্ধ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন,উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম,জানে আলম জনি,উপজেলা আহবায়ক কমিটির সদস্য রবিউল ইসলাম ও সাজ্জাদ হোসেন পিকুল প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন জুয়েল, পৌর ছাত্রলীগ নেতা ইলিয়াস শেখ,টগরবন্ধ ইউনিয়ন ছাত্রলীগ নেতা খলিলুর রহমান ও ইমরুল হাসান,পাঁচুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইলিয়াস শেখ,বুড়াইচ ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমন মোল্যা,
বানা ইউনিয়ন ছাত্রলীগ নেতা আলামিন হোসেন,সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা লিমন মিয়া,ছাত্রলীগ নেতা রিপন মোল্যা, আলামিন আহমেদ,নিশান মাহমুদ শামিম,সামচেল খাঁন,নাঈম মিয়া,সাব্বির আহমেদ ও সম্পদ সাহা প্রমুখ।
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply