প্রতিনিধি কাশিয়ানী :
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে শাহিনুর বেগম (৩৫) নামে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছে।
আজ সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ-রাজশাহী লাইনের কাশিয়ানী উপজেলার ব্যাসপুরে এ দূর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক ফিরোজ আহম্মেদ জানান, কয়েক দিন আগে বাবার বাড়ী থেকে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামে মামা বাড়ীতে বেড়াতে আসে বাক ও শ্রবণ প্রতিবন্ধি শাহিনুর। আজ সোমবার সকালে মামা বাড়ী থেকে খালা বাড়ী যাবার সময় রেল লাইন পার হচ্ছিলেন শাহিনুর। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী “টু্ঙ্গিপাড়া এক্সপ্রেস” ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে শাহিনূর নিহত হন।
পরে সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরাদেহ উদ্ধার করে।
নিহত শাহিনুর বেগম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রায়চর গ্রামের শাহজাহান শেখের মেয়ে ও নূর আলমের স্ত্রী। স্বামী নূর আলমের সাথে ছাড়াছাড়ি হবার পর সে বাবার বাড়ীতে বসবাস করত।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply