কালিয়া প্রতিনিধি :
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে জমি সংক্রান্তের জেরে প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে। লোহারগাতি গ্রামে জমি কেনাকে কন্দ্রে করে এ হামলার ঘটনা ঘটে। হামলায় অন্তত ২ জন আহত হয়েছে।
আহত মশিউর জানান, একই গ্রামের জবেদ আলী ফকিরের ছেলে নাসিমের মধ্যে জমি কেনা নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গত রবিবার দিবাগত রাত দশটার সময় নাসিম ফকির সহ ১০ থেকে ১৫ জন লোক আমাদের বাড়িতে এসে হামলা করে। হামলায় আমি সহ আমার ছোট ভাই কাজল (২৬) আহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত কাজলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
নড়াগাতি থানার ওসি মোঃ আলমগীর কবীর বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে। এতে ২ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন কারা হবে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply