নিজস্ব প্রতিবেদক :
স্কুলগুলিতে আগে কোনো স্থায়ী শহীদ মিনার ছিল না। ফলে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারত না স্কুলের শিক্ষার্থীরা।
‘মুজিব শতবর্ষ’ উদযাপন উপলক্ষে পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুকিমুল ইসলাম মকিম তার নিজস্ব অর্থায়নে ১৫১নং ছোট পারুলিয়া ও ১৫নং বড় পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইতোমধ্যে শহীদ মিনার নির্মাণ করেছেন। এছাড়া অত্র ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ে তার নিজস্ব অর্থায়নে শহীদ মিনার নির্মাণের কাজ এগিয়ে চলছে।
মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে ‘শহীদ মিনার নির্মাণ’ সম্পর্কে মকিম চেয়ারম্যানের ভূয়শী প্রশংসা করেন এলাকাবাসী। তাহার এ উদ্যোগ নতুন প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে উৎসাহী করবে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply