গৌরাঙ্গ লাল দাস, স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান,জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্যর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় কোটালীপাড়া থানার ওসি তদন্ত মো: জাকারিয়া, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম টি ই পি আই মো: জাকির হোসেন বক্তব্য রাখেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, আগামী ১১ জানুয়ারি সারাদেশের ন্যায় কোটালীপাড়া উপজেলায় ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply