জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশে প্রত্যাবর্তন ও মুজিববর্ষ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন।
সভায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবু হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।
আলোচনা সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব খিজির আহমেদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাঁন বেলায়েত হোসেন,কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্রনেতা এ্যাড. শরীফ কায়সার,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান,
উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হারেজ উদ্দিন আহমেদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হিটান্ত কুমার ঘোষ,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন,যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টগরবন্ধ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগির হোসেন।
Leave a Reply