গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৫জন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেন্নাবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মাদারীপুরের টেকেরহাট থেকে যাত্রী নিয়ে গোপালগঞ্জে আসছিল বন্ধন পরিবহনের একটি যাত্রবাহী লোকাল বাস। এ সময় বাসটি ভেন্নাবাড়ীতে পৌঁছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে সড়কের পাশের কয়েকটি গাছের সাথে সাজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনে অংশ দুমড়ে মুচড়ে গেলে গাছ ও বাসের মাঝখানে চাপা পড়ে দুই নারী যাত্রী নিহত হন। এ সময় বাসের অপর আরো ১৫ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহত দুই নারীর হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার চামটা গ্রামের নুরু মোল্যার স্ত্রী রোমিচা বেগম (৫০) ও মুকসদুপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের মহিষতলী গ্রামের সুবল বালার স্ত্রীর শেফালি বালা (৪০)।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Riajul