নিজস্ব প্রতিবেদকঃ :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে প্রচারণায় নেমেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।
রোববার (১৯ জানুয়ারি)সারাদিন নৌকার প্রার্থীর উপস্হিতিতে শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেট মতিঝিল আরামবাগ ফকিরের পুল সহ এলাকার বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন তিনি ।
এসময় পথসভায় বক্তব্যে শেখ ফজলে নূর তাপস উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট চান।তিনি আরও বলেন ঢাকা আমাদের সবার,আমরা সবাই মিলে উন্নত ঢাকা গড়ে তুলব।আমরা দায়িত্ব নিয়ে ঢাকাকে উন্নত করতে চাই।
প্রচারণায় নগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ প্রতিবেদক কে বলেন তাপসের জন্য নৌকা মার্কায় ভোট চাইতে এসেছি।
যেখানেই যাচ্ছি আমরা আপামোর জনসাধারণের কাছে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিচ্ছি।নৌকার পক্ষে জনগণের যে জোয়ার দেখছি জয় নিয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply