সাহিত্য ডেক্স :
ফেসবুক বিশ্বের এক প্রান্তের মানুষের সঙ্গে আরেক প্রান্তের মানুষের অনলাইন নির্ভর যোগাযোগ তৈরির এক বিস্ময়কর মাধ্যম!
চলমান প্রাযুক্তিক সভ্যতায় সুখ-দুঃখ ভাগাভাগি জীবনের গল্প বলার শ্রেষ্ঠ মাধ্যমই যেন এই ফেসবুক।
কত দূরের মানুষ কিছু দিনের ব্যবহারে হয়ে যায় আপন। আর সেই লক্ষ্য মাইল দূরের মানুষটির সঙ্গে কতো অবলীলায় নিজের মনের ভেতরকার কথাগুলো প্রকাশ করা যায়। এসবই যে ফেসবুকের কারণেই সম্ভব।
আদর-স্নেহ-শ্রদ্ধা-ভালবাসা ভাগাভাগির প্রযুক্তির এই মাধ্যমটি বর্তমান সময়ের শ্রেষ্ঠ পরামর্শ পাওয়ার মাধ্যমও বটে। একটি সমস্যার সমাধানে পরামর্শ চেয়ে পোস্ট করলে কত-শত সমাধান মুহূর্তেই পাওয়া যায়।
বিপরীত কথা হচ্ছে ফেসবুক ব্যবহারকারীর মনে দুঃখ-কষ্ট বাড়িয়ে দিতে পারে। শুধু তাই নয়, কখনো কখনো ব্যবহারকারীকে দ্রোহীও বানিয়ে দিতে পারে!
কখনো হতাশা আবার কখনো জীবনের প্রতি ঘৃণা বাড়িয়ে দেয়। যেটা স্বাভাবিক জীবনের প্রতি অসন্তোষ ডেকে আনে।
সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহারের কারণে অনেকের মধ্যে অনুভূতির পরিবর্তন হয়। পরিবর্তন হয় আচরণ, ভাব-ভঙ্গি প্রকাশের ধরনও। অনুভূতি সফলতার প্রতীক ছবি, গল্প, সামাজিক তুলনা অনেক বেশি ঈর্ষা বাড়িয়ে দেয়। যেটা হতাশার মাধ্যমে স্বাভাবিক জীবনে অসন্তোষ বয়ে আনে।।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply