গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া:– অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শেষ হল ৪ দিন ব্যাপী সুকান্ত মেলা।
গত শুক্রবার থেকে উপজেলার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের কবির পৈত্রিক ভিটায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ মেলা শুরু হয়। অতিরিক্তি জেলা প্রশাসক শান্তি মনি চাকমা প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার উদ্বোধন করেন।
সোমবার গভীর রাতে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত তরুন কবিদের কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে মেলা শেষ হয়। প্রতি কবির কন্ঠে ধ্বনিত হয় অসাম্প্রদায়িক দেশ ও অহিংস সমাজ গড়ার বিভিন্ন কবিতা। অনেকে আবার আবৃত্তি করেন মানবতাবাদী বিভিন্ন কবিতা । তারা সুকান্তের মত অসম্প্রদায়িক চিন্তা চেতনা থেকে বাংলাদেশ গড়ার অঙ্গিকার করেন।
জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উপলক্ষে ৪দিন ব্যাপী অনুষ্ঠিত চিত্রাংকন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক কবি মিন্টু রায় বলেন, কবি সুকান্ত ভট্টাচার্য্যরে প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে। আমরা কোটালীপাড়াবাসি কবিকে নিয়ে গর্ববোধ করি। বর্তমান সরকারের কাছে আমরা কবির পৈত্রিক ভিটায় একটি পর্যটন কেন্দ্র নির্মানের দাবী জানাচ্ছি।
কবি খান চমন-ই-এলাহি বলেন, শুধু একটি মেলার মধ্যে দিয়ে কবি সুকান্তকে বাঙ্গালি জাতির কাছে তুলে ধরা সম্ভব নয়। আমি কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী সরকারি ভাবে পালনের দাবি জানাচ্ছি।
কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সহকারী অধ্যাপক সুমন্ত সাহা বলেন, কবি সুকান্ত ভট্টাচার্য্য ছিলেন মানবতা ও সাম্যবাদের কবি। তিনি শোষণহীন ও অসা¤্রদায়িক একটি সমাজ গড়তে চেয়েছিলেন। আমরা এই মেলার মতো সারা বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কবির চেতনাকে ছড়িয়ে দিতে চাই।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, কবি সুকান্তকে নিয়ে যারা চর্চা করে তাদের এ মেলায় আগামীতে আমন্ত্রন জানানো হবে। যাতে মেলায় আগত শিক্ষার্থী ও দর্শনার্থীরা সুকান্ত সম্পর্কে জানতে পারে। এই মেলার মাধ্যমে আমরা কিছুটা হলেও কবি সুকান্তকে বাঙ্গালি জাতির কাছে তুলে ধরতে পেরেছি। আগামী বছরও ১ থেকে ৪ মার্চ পর্যন্ত কবির বাড়িতে মেলা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য: ১৯২৬ সালের ১৫ আগষ্ট কবি সুকান্ত ভট্রাচার্য্য কলিকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়ীতে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম নিবারন ভট্রাচার্য্য। মাতা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মৃত্যু বরণ করেন। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখ যোগ্য কাব্যগ্রন্থ।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply