আওয়ামী যুবলীগ ১৯৭২ সালের ১১ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এদেশের যুব আন্দোলনের পথিকৃৎ শহীদ শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র, শোষনমুক্ত সমাজ অর্থাৎ সামাজিক ন্যায়বিচার, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ সকল ধর্মের মানুষের স্ব স্ব ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার তথা জাতীয় চার মুলনীতিকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র দূরীকরণ, দারিদ্র বিমোচন, শিক্ষা সম্প্রসারন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, অসাম্প্রদায়ীক বাংলাদেশ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং যুবসমাজের ন্যায্য অধিকারসমুহ প্রতিষ্ঠার লক্ষ্যে যুবলীগের প্রতিষ্ঠা।
প্রতিষ্ঠার পর থেকে দায়িত্বপ্রাপ্ত যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মহোদয়গণের নাম ও মেয়াদকাল
প্রথম কংগ্রেস– ১৯৭৪ – চেয়ারম্যানঃ শেখ ফজলুল হক মনি , সাধারণ সম্পাদকঃ এডভোকেট সৈয়দ আহমেদ
দ্বিতীয় কংগ্রেস– ১৯৭৮ – চেয়ারম্যানঃ আমির হোসেন আমু , সাধারণ সম্পাদকঃ ফকির আব্দুর রাজ্জাক
তৃতীয় কংগ্রেস– ১৯৮৬ – চেয়ারম্যানঃ মোস্তফা মহসিন মন্টু , সাধারণ সম্পাদকঃ ফুলু সরকার
চতুর্থ কংগ্রেস– ১৯৯৬- চেয়ারম্যানঃ শেখ ফজলুল করিম সেলিম , সাধারণ সম্পাদকঃ কাজী ইকবাল হোসেন
পঞ্চম কংগ্রেস– ২০০৩-২৪ জুলাই ২০০৯- চেয়ারম্যানঃ এডভোকেট জাহাঙ্গীর কবির নানক,
২৪ জুলাই ২০০৯- ভারপ্রাপ্ত চেয়ারম্যানঃ মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী , ২০০৩ – সাধারণ সম্পাদকঃ মির্জা আজম
ষষ্ঠ কংগ্রেস – ২০১২ – চেয়ারম্যানঃ মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী , সাধারণ সম্পাদকঃ মোঃ হারুনুর রশীদ
সপ্তম কংগ্রেস – ২০১৯ – চেয়ারম্যানঃ শেখ ফজলে শামস পরশ , সাধারণ সম্পাদকঃ আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply