পরশ উজির : শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় কাশিয়ানী হাসপাতালের পূর্ব গেট সংলগ্ন (প্রগতি পাড়া) দি মডার্ণ ডিজিটাল ডায়াগনিস্টিক সেন্টারটির উদ্বোধন করেন কাশিয়ানী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষ ডা: তরুণ মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন, ডা. রেজাউল ইসলাম রাসেল, ডা. মৌসুমী ইসলাম, ডা. সাদিয়া আফরোজ, ডা. মৌরিন নাহার, ডা. নাবিলা সিদ্দিকা, মুন্সী মো. শওকত আলী, মো. ফিরোজ সমাদ্দার বাদল, মো. গোলাম মওলা, সাইফুল ইসলাম পিকুল, আজাদ হোসেন মৃধা, শাহ মো. শিপন ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গসহ প্রতিষ্ঠানের নবনিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দি মডার্ণ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে বক্তব্য রাখেন আরিফুল ইসলাম পাবেল। তিনি জানান মানুষের সেবার ব্রত নিয়ে এই প্রতিষ্ঠানটি শুরু করা হয়েছে, কাশিয়ানী উপজেলার সকল শ্রেণীর মানুষের রোগ নিরাময়ের সহযোগী হিসেবেই কাজ করব। এখানে আধুনিক বিশ্বের আধুনিক যন্ত্রপাতি দিয়ে রোগীদের রোগ নির্ণয় ও সঠিক রিপোর্ট দ্রুত সময়ের মধ্যে প্রদান করা হবে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply