কোনো কোনো মুক্তিযোদ্ধা নামধারী তথাকথিত লেখক অ-মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানোর অভিযোগে সিংহভাগ সৎ ও আসল মুক্তিযোদ্ধাদের দায়ী করছেন ! এর অর্থ, ভুয়ার নেতৃস্থানীয় কারিগরদের থেকে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেয়া। মূলত: বঙ্গবন্ধুর বাহাত্তর সালের মুক্তিযোদ্ধা সংজ্ঞাকে কৌশলে দূরে রেখে অদ্যাবধি বিভিন্ন সরকার নিজেদের দলভারি করা ও আত্মীয়স্বজনদের মুক্তিযোদ্ধা বানানোর জন্যে নানান গোঁজামিলের সংজ্ঞা আবিষ্কার করে অ-মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তৈরির প্রকল্প চালু করেছেন। সেই প্রকল্পটিকে সার্থক করে তুলেছেন মুক্তিযোদ্ধা সংসদ ও বর্তমান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা, মহানগর, প্রাতিষ্ঠানিক ইউনিট, থানা/ উপজেলা ও ইউনিয়ন কমান্ড–চেয়ারম্যান থেকে শুরু করে নিচের সর্বস্তরের কমান্ডারবৃন্দ অর্থ ও আত্মীয় প্রেমে ভেসে এই ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টির প্রকল্পটির সফল বাস্তবায়ন ঘটিয়েছেন। হালের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) একই প্রক্রিয়ায় একই অপকর্মটি করে আসছেন !
ভুয়া মুক্তিযোদ্ধা প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে মুক্তিযোদ্ধা তালিকায় স্থান পেয়েছে কমবেশি আশি হাজার অ-মুক্তিযোদ্ধা, এমনকি বহুসংখ্যক রাজাকারও ঠাঁই পেয়েছে মুক্তিযোদ্ধা তালিকায়। তারাও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মতো রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা হাতিয়ে নিচ্ছে। দেশের সাধারণ মানুষ প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভালো করেই চিনে। অথচ ভুয়া মুক্তিযোদ্ধারাও যখন প্রকৃত মুক্তিযোদ্ধাদের মতো সুযোগ সুবিধা পাচ্ছে তখন সাধারণ্যে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে !
‘একাত্তরের মুক্তিযোদ্ধা’ সংগঠনের উপর্যুপরি দাবির প্রেক্ষিতে বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার যে-মুহূর্তে মুক্তিযোদ্ধা তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের ঝেঁটিয়ে বিদায় করার একটি বৈপ্লবিক পদক্ষেপ নিতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে ভুয়ার কারিগরদের ভাড়াটে দালাল জাতীয় কিছু মুক্তিযোদ্ধা নামধারী লোক ভুয়ার কারিগরদের রক্ষার জন্য সিংহভাগ সাধারণ নিরীহ মুক্তিযোদ্ধাদের দিকে আঙুল তুলে পরিস্থিতি ঘোলাটে করার অপপ্রয়াসে লিপ্ত হয়েছে।
অতএব যেতোই অপপ্রয়াস চালানো হোক না কেন, কোনো অপকৌশলে ভুয়া মুক্তিযোদ্ধা ও ভুয়ার কারিগরদের রক্ষা করা যাবে না।
আবীর আহাদ
চেয়ারম্যান
একাত্তরের মুক্তিযোদ্ধা
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply