ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন টগরবন্ধ ইউনিয়নের পাঁচশিয়ারবর মৌজার আওতাধীন মধুমতি নদী থেকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কিছু অসাধু বালু মহল ব্যবসায়ী ঐ সীমানা কে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আওতায় দাবি করে দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অবৈধ ও বেআইনি ভাবে আলফাডাঙ্গা সীমানার আওতাধীন মধুমিত নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল । বিষয়টি আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাশেদুর রহমান ঘটনা স্থলটি সরজমিনে অধিকতর তদন্ত সাপেক্ষে আলফাডাঙ্গা উপজেলায় শতভাগ নিশ্চিত হয়ে আজ 02/02/20খ্রিঃ রবিবার দুপুরে উপজেলা ভূমি সার্ভেয়ার সিরাজুল ইসলাম সিরাজী ও টগরবন্ধ ইউনিয়ন এর তহসীলদার মোঃ সিরাজুল ইসলাম সহ ভূমি অফিসের অন্যান্য অফিস স্টাফ ঘটনা স্থলে যাওয়ার সাথে সাথেই তাদের কে দেখা মাত্র বালুভর্তি ট্রলার নিয়ে একটি চক্র পালিয়ে গেলেও বালু উত্তোলনকারী দুইটা ড্রেজার এর মিস্ত্রি ও হেলপার সহ মোট চারজন কে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয় ।
এ সংবাদ পেয়ে লোহাগড়া উপজেলার বালু মহল ব্যবসায়ী গণ উপজেলা নির্বাহী অফিসার এর নিকট এসে ঘটনা স্থলটি তাদের সীমানা দাবি করে তাদের কে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ভাল কোন ফলাফল না হওয়ায় রাত নয়টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাশেদুর রহমান ভ্রাম্যমাণ আদালতে চারজন এর পক্ষ থেকে একজন খুলনা জেলার কয়রা উপজেলাধীন দশবাড়িয়া গ্রামের মৃত কাওসার ঢালীর ছেলে বাচ্চু ঢালী (50) কে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 এর 15 (1) ধারা মোতাবেক এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন । অবশেষে বালু মহল ব্যবসায়ীরা নগদ এক লক্ষ নগদ প্রদান করে আটক কৃতদের ছাড়িয়ে নিয়ে যায় ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
ধন্যবাদ সঠিক বিচার করার জন্য