সবুজ শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ-আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ । সবাই মিলে ভাবো, নতুন কিছু করো,নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো এই শিরোনামে এবারের নারী দিবসের মূল লক্ষ্য।
বুধবার জেলা প্রশাসন ,জেলা মহিলা বিষয় অধিদপ্তরের আয়োজনে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে ।
এসময় উপস্থিতছিল, শেখ হাসিনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হুমায়ারা খানম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার, বিশিষ্ট সমাজ সেবক সাবিনা ইয়াসমি, নুসরাত জাহান, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানিয়া আক্তার, লিলি বেগমসহ শহরের বিভিন্ন নারী সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং দিবসটি উপলক্ষে সরকারিভাবে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন , বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও মানবাধিকার সংস্থাগুলো গোপালগঞ্জে সমাবেশ, শোভাযাত্রা, সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে ।
১৯১৭ সালের ৮ মার্চ নারী শ্রমিকদের আন্দোলনের মধ্য দিয়ে এ দিবসটি প্রথম সামনে আসে। পরে বিভিন্ন সমাজতান্ত্রিক দেশে আন্তর্জাতিক নারী শ্রমিক দিবস হিসেবে দিবসটি পালিত হতে শুরু করে।
১৯৭৭ সালে জাতিসংঘ ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply