গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি জমিতে অবৈধভাবে ঘর তুলে দখলের অভিযোগে ৪ জনকে ১০ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কাশিয়ানী উপজেলা সদরের ফরহাদ আহম্মেদ, মামুন, জাকির বিশ্বাস ও তারিক বিশ্বাস কাশিয়ানী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (প্যারামডিকেল) এর সামনে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করছিলেন। তাদেরকে গতকাল মঙ্গলবার দখল মুক্ত করার জন্য বলা হলেও তারা আজ আবার ঐ সরকারি জায়গায় পুনরায় ঘর নির্মাণের কাজ শুরু করে। পরে আজ তাদেরকে ঐ জায়গা থেকে দখল মুক্ত করা হয় এবং প্রত্যেককে ২ হাজার ৫ শত টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply