গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসরাফিল মোল্যা (৪২) নামক এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সন্ধ্যায় গোবরা নিলামাঠ নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের লোকজন জানায়, ইসরাফিলের ৬ বছর বয়সের শিশু কন্যা জমিতে কলাই শাক তুলতে গেলে জমির মালিক ইসলাম ও নাবিল তাকে মারধর করে।
এসময় ঐ শিশু কন্যার বাবা ইসরাফিল ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয় ও পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত ইসরাফিল গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলামাঠ এলাকার রোকন উদ্দিন মোল্লার ছেলে।
এ ব্যাপারে এসআই সাখাওয়াত হোসেন-এর সাথে কথা হলে তিনি বলেন, ওই ব্যাক্তির আত্মীয়-স্বজন অভেযোগ করেছেন তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানাযাবে বলে তিনি জানান।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply