গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া ফকির বাড়ি হযরত নূরশাহ পরশ আলী ফকিরের মাজারে আগামি কাল রবিবার (৯ ফেব্রুয়ারি) বার্ষিক ওরস অনুষ্ঠিত হবে৷ ওরস পরিচালনা করবেন মোতাওয়াল্লী এস,এম ওমর আলী ফকির সাহেব।
এস,এম শাকিল ফকির জানায়, হজরত নূরশাহ পরশ আলী ফকিরের বার্ষিক ওরস উপলক্ষে কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া ফকির বাড়ি মাজারে কোরআন খতম, ওয়াজ নছিয়ত, মিলাদ, ক্বেরাত প্রতিযোগিতা, এলমে তাছাউফ সম্বন্ধে আলোচনা, হালকা জিকির ও দোয়ার ব্যবস্থা করেছে মাজারের কমিটি৷ প্রতি বাংলা বছরের ২৬ মাঘ এই ওরস অনুষ্ঠিত হয়৷
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply