দেওয়ান মোর্শেদ আলম: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রদত্ত ৬ ক্যাটাগরির মধ্যে সাহিত্যে “নজরুল পদক ২০২০”
(মরণোত্তর) পেলেন কবি নাজমুল হক নজীর।
আধুনিক সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গত ০৮ ফেব্রুয়ারি যশোর টাউন হল মাঠে রওশন আলী মঞ্চে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
কবিপুত্রদ্বয় সাইফুল্লাহ নজীর মামুন ও শহীদুল্লাহ্ নজীর মাসুদ কবিপরিবারের পক্ষে “নজরুল পদক ২০২০” গ্রহণ করেন।
নজরুল চেতনার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. প্রফেসর আহসান হাবীব,আজাদুল কবীর আরজু,অনুষ্ঠানের উদ্বোধন করেন অগ্নিবীণার উপদেষ্টামণ্ডলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের সভাপতি ড. শাহনাজ পারভীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ এর সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম।
শ্লোগানের কবি নাজমুল হক নজীর ত্রিশোত্তর আধুনিক বাংলা কবিতায় একজন স্বতন্ত্র কাব্যসাহসী আধুনিক কবি। ১৯৫৫ সালের ২৫শে সেপ্টেম্বর ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদী গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালের ২৩শে নভেম্বর ঢাকায় প্রয়াত হন। তিনি কবিতায় তুলে এনেছেন বাংলার অপরূপ সৌন্দর্য, প্রেম, বিরহ, নারী প্রভৃতি বিষয়।
একজন কিশোর মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী এই কবি আত্মকথনের ন্যায় কবিতায় তুলে ধরেছেন মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা।
কবি’র লেখা আয়নায় আপন অবয়ব, নোনা জলের বাসিন্দা, ভোর হতে আর কতোক্ষণ, প্রেমের দাবিতে বলছি,মুজিব সড়ক,তীর্থে চলো সুদর্শন, স্বপ্নজট কবিতাগুলো আজও কবিতার পাঠককে আন্দোলিত করে ।
কবি’র সবচেয়ে আলোচিত কাব্যগ্রন্থ “নোনা জলের বাসিন্দা”। এছাড়া “স্বৈরিণী স্বদেশ”, “কালো জোছনার এক চুমুক”, “কার কাছে বলে যাই”, “ঘুরে দাঁড়াই স্বপ্ন পুরুষ”, “স্বপ্ন বাড়ি অবিরাম”, “এভাবে অবাধ্য রঙিন”, “ভিটেমাটি স্বরগ্রাম”, প্রভৃতি তাঁর কাব্যগ্রন্থ। “সাধনার ফসল”, “আবার শ্লোগান”, “ইষ্টি কুটুম মিষ্টি কুটুম”কবি’র ছড়ার বই। সম্পাদিত গ্রন্থ- গাজী খোরশেদুজ্জামানের কিশোর কবিতা, ফরিদপুর অঞ্চলের ইতিহাস বিষয়ক গবেষণা গ্রন্থ-“আমাদের ফরিদপুর-১ অঞ্চল” লিখেছেন ।
কবি’র ৯টি কাব্যগ্রন্থ, ৩টি ছড়া, ১টি ইতিহাস গ্রন্থ, ১টি সম্পাদিত গ্রন্থ, নির্বাচিত কবিতা ও কবিতা সমগ্র প্রকাশিত হয়েছে।
সনাতন ধর্মে বিশ্বাসীদের মধ্যে মতুয়া মতবাদে অনুসারীগণের জন্য কবি বেশকিছু গান লিখেছেন।
নাজমুল হক নজীর ইতোপূর্বে সাহিত্যে অবদানের জন্য ভারত থেকে রাহিলা সাহিত্য পুরস্কার এছাড়া পেয়েছেন কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার, কবি খান মুহাম্মদ মঈনুদ্দীন সাহিত্য পুরস্কার, কবি গোবিন্দ চন্দ্র দাস স্মৃতি পদক, শ্রী হরিদর্শন পুরস্কার, আমীর প্রকাশন সাহিত্য পুরস্কার, গীতিকার ক্লাব সম্মাননা, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সম্মাননা, মেরিট অব ডিএক্স পুরস্কার, নির্ণয় কবি বাবু ফরিদী স্মৃতি পদক, মির্জা আবুল হোসেন পদক ও পাঠক আন্দোলন বাংলাদেশ সাহিত্য পুরস্কার (মরণোত্তর) প্রভৃতি।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply