বেলাল হোসেন :
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের জনতার হাট বাজার সংলগ্ন মেসার্স জনি ব্রিকস এর মালিক জাকির মীরার কাছে ৩৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে না পেয়ে তার মালিকানাধীন ইটের ভাটায় হামলা চালিয়ে তালা দিয়ে অফিস থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ টাকা লুটপাট করেছে সন্ত্রাসীরা।
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন জনি ব্রিকসের মালিক জাকির মীরা।
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে দেয়া লিখিত অভিযোগে জাকির মীরা জানিয়েছেন, উপজেলার জনতারহাট বাজার এলাকায় তার মালিকানাধীন ইটের ভাটা মেসার্স জনি ব্রিকস প্রতিষ্ঠার পর তিনি ব্যবসা পরিচালনা করছেন। গত এক মাস আগে স্থানীয় সন্ত্রাসী বাসার মোল্লা ২০-২৫ জন সন্ত্রাসী ও ধারালো অস্ত্র নিয়ে তার কাছে ৩৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। জাকির চাঁদা দিতে অস্বীকার করলে তারা জনি ব্রিকস এর অফিস কক্ষে হামলা ও ভাঙচুর করে। এ সময় হামলাকারী চাঁদাবাজরা ক্যাশ বাক্সের তালা ভেঙে ইট বিক্রির নগদ ৭ লাখ পঞ্চাশ হাজার টাকা লুট করে নিয়ে যায়। হামলাকারীরা অফিসে থাকা ইটভাটার মালিকানার প্রয়োজনীয় কাগজপত্র ও তার স্বাক্ষরিত খালি স্টাম্প নিয়ে যায়। যাবার সময় তারা অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়। জনি ব্রিকস এর স্বত্ত্বাধিকারী জাকির মিয়া সাংবাদিকদের বলেন, এক মাস আগে স্থানীয় সন্ত্রাসী বাসার মোল্লা ৩৫ লক্ষ টাকা চাঁদার দাবিতে তার জনি ব্রিক ফিল্ডে তালা ঝুলিয়ে দিয়েছে। সন্ত্রাসীরা তার ফিল্ডের শ্রমিকদের পিটিয়ে সেখান থেকে বিতাড়িত করে ও ম্যানেজারকে হত্যার হুমকি দেয়। এতে তার চলছি বছর ব্যবসায় ৪০-৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তাছাড়াও হামলাকারীরা অফিস কক্ষ থেকে ইটভাটার মালিকানার প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাংকের দুটি চেক বই ও স্বাক্ষরিত খালি স্ট্যাম্প নিয়ে যায়। বিষয়টি তিনি ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম ও গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান। ফরিদপুর ইউপি চেয়ারম্যান এসএম শফি জনতা বাজার সংলগ্ন জমি ব্রিকসে তালা দেয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি উভয় পক্ষকে ডেকে শালিস বৈঠকের চেষ্টা করেছিলেন। কিন্তু বাসার মোল্লা বৈঠকে বসতে অস্বীকৃতি জানায়।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply