রাজু দত্ত :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে শনিবার ভোর রাত সাড়ে টা থেকে থেকে নিখোঁজ ছিল এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালযের ১০ম শ্রেণির ছাত্র তানভীর খান (১৬)। শমশেরনগর বিমান বন্দর সড়কের বাসা থেকে পরিবারের সবার অজান্তে বের হয়ে আর ফিরে আসেনি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিসহ সংবাদ প্রকাশ হলে আখাউড়ায় তাকে পেয়ে লোকজন তার পরিবার সদস্যদের মুঠোফোনে এ সংবাদ জানালে রোববার সকালে তার চাচা আনোয়ার খান আখাউড়া জংশন স্টেশন থেকে তাকে উদ্ধার করে বাসায় ফিরিয়ে আনেন।
তার চাচা আনোয়ার খান বলেন, সে বুদ্ধি প্রতিবন্ধী ছিল। সে শনিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে পরিবারের সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে শমশেরনগর স্টেশন থেকে একটি ট্রেনে উঠে আখাউড়া জংশন স্টেশনে নামে। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ও রোববার সকালে বিভিন্ন পত্রিকাসহ অনলাইন মিডিয়ায় ছবিসহ তার নিখোঁজ হওয়ার খবর প্রকাশ হয়। তা দেখে আখাউড়া জংশন স্টেশন থেকে এক ব্যক্তি মুঠোফোনে খবর জানালে রোববার সকালে একটি ট্রেন আখাউড়া জংশন স্টেশনে গিয়ে তানভীরকে উদ্ধার করে বাসায় নিয়ে এসেছেন
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply