আব্দুর রহমান :
সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার চীফ রিপোর্টার ও সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুনসুর রহমানের ওপর হামলাকারী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, তার ছেলে কায়সারুজ্জামান হিমেল ও ছাত্র সমাজ নেতা রোকনুজ্জামান সুমনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়স্থ শহীদ স.ম আলাউদ্দিন চত্ত্বরে সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ মানববন্ধন করা হয়।
সাতক্ষীরা রপর্িোটার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুনসুর রহমান, কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিক সরদার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক জিল্লুর রহমান, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি রেশমা খাতুন, সাতক্ষীরা জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি বিশ্বরূপ ঘোষ, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, আইন সহায়তা কেন্দ্র (আসক) এর সভাপতি সোহরাব হোসেন সৌরভ, সাবেক ছাত্রলীগ নেতা শেখ আলমগীর হোসেন, দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার গাজী ফারহাদ, সাংবাদিক জাহিদ হোসাইন।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ আর সাংবাদিকরা সমাজের বিবেক। সমাজের বাস্তব চিত্র, ন্যায়, অন্যায়, অসংগতি পত্রিকার মাধ্যমে তুলে ধরা একজন সংবদকর্মীর কাজ। মুনসুর রহমানও সেই কাজটি করেছিলেন। কিন্তু জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, তার ছেলে হিমেল ও ছাত্রসমাজ নেতা সুমন সাংবাদিক মুনসুর রহমানের ওপর যে হামলা চালিয়েছেন তা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। সংবাদে যদি মুনসুর রহমান অসত্য কোন কথা প্রকাশ করে থাকেন তবে ওই নেতাদের পত্রিকায় প্রতিবাদ পাঠানো উচিৎ ছিল অথবা আইনের মাধ্যমে সেটি তারা মোকাবেলা করতে পারতেন। কিন্তু তারা সেটি না করে সাংবাদিক মুনসুর রহমানকে ডেকে বর্বারোচিত হামলা করেছেন। যেটি সাংবাদিক মহল কোনভাবেই মেনে নিতে পারে না। সাংবাদিক মহল অনতিবিলম্বে আশু, তার ছেলে হিমেল ও ছাত্রসমাজ নেতা সুমনকে গ্রেফতারের দাবি জানাচ্ছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply