আনোয়ার হোসেন বাবুল :
নোয়াখালীতে দোকান পোড়ানো মামলায় ইউ পি চেয়ারম্যানসহ ৪ জন জেল হাজতে।
আনোয়ার হোসেন বাবুল নোয়াখালী থেকেঃ
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয় এক বাসিন্দার দোকান পোড়ানোর অভিযোগে সে চেয়ারম্যান,ইউপি সদস্য সহ ৫ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (১০ ফেব্রæয়ারি) নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এ আদেশ দেয়। আসামীরা হলেন, নোয়াখালী সদর উপজেলার ১৯ নং চরমটুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল আলম,ইউপি সদস্য ফিরোজ আলম,চেয়ারম্যানের ছোট ভাই মোরশেদ আলম,চেয়ারম্যানের অনুগত বাদশাহ মিয়া।
বাদী সূত্রে জানা যায়,আধিপত্য ও নিজের প্রভাব বিস্তার করতে গত ৬ জুন (বৃহস্পতিবার) দিবাগত রাত নিজ সীমন্তবর্তী আরেক ইউনিয়নের (২০ নং আন্ডারচরের)বাসিন্দা আবুল কাশেমের একটি মার্কেটে লুটপাট ও অগ্নিকান্ড চালায় চেয়ারম্যান। এতে আবুল কাশেমের তিনটি কনফেকশনারী,একটি ফার্মেসী ও মুদি দোকানসহ প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়। প্রতিপক্ষকে গায়েল করতে উল্টো হত্যা চেষ্টার মামলা করে চেয়ারম্যান নুরুল।
পরে আবুল কাশেম বাদী হয়ে নুরুলকে প্রধান আসামী করে মোট ১৬ জন সহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে দোকানে অগ্নিকান্ড ও লুটপাটের মামলা করেন নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। মামলার উচ্চতর তদন্তের জন্য আদালত পিবিআইকে (ইনভেস্টিগেশন ব্যুরো অফ পুলিশ) দায়িত্ব দেয়। পরে পিবিআই তদন্ত শেষে ২০ লক্ষ টাকার ক্ষতিপূরণ মর্মে আবুল কাশেমের পক্ষে তদন্ত প্রতিবেদন জমা দেয়। মামলার নয় মাসে আজ সোমবার ১০ ফেব্রæয়ারী নুরুল আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন।
N/P
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply