পরশ উজির :
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা কালনা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে নসিমন থেকে ফেনসিডিলসহ নাজমুল কারিকর (৩০) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে কাশিয়ানী থানা পুলিশ। সোমবার (১০ জানুয়ারি) বিকালে তাকে আটক করা হয়।
তিনি সাতক্ষিরা জেলার কলারোয়া থানার হিজলি গ্রামের আমজেদ কারিকরের ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, উপজেলার শংকরপাশা কালনা ফেরিঘাটে যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়। এসময় ২৮৫ বোতল ফেনসিডিল ও একটি নসিমন জব্দ করা হয়।
তিনি বলেন, আটক নাজমুল কারিকর মাদক চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। সে সাতক্ষিরা জেলা থেকে মাওয়া ঘাটে ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন।
আটক নাজমুলের বিরুদ্ধে কাশিয়ানী থানার এসআই গনেশ বিশ্বাস বাদী হয়ে কাশিয়ানী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
এরা মাদকের ডিলার না, এরা হয়তো সেলসমেন, আসল গড ফাদারদের খুজে বের করার ব্যবস্তা করতে হবে