আসন্ন কাশিয়ানী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কাশিয়ানী থানা যুবলীগ এর সভাপতি কাজী নুরুল আমিন (তুহিন) মঙ্গলবার রাজপাট, শীতারামপুর,বেথুড়িয়া, ফুকরা ও ভাদুলিয়ায় ব্যাপক গণসংযোগ করেছেন।
তিনি বাজারের প্রতিটি দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের ভোট ও দোয়া চান।
আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী নুরুল আমিন (তুহিন) ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
কাজী নুরুল আমিন (তুহিন) একাধারে তারণ্যের প্রতীক, কাশিয়ানী থানা যুবলীগ এর সভাপতি ও সাবেক ছাত্রনেতা, রাজনৈতিক অঙ্গনে জনপ্রিয় মুখ।
উপজেলা নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতিদিন ভোর থেকে শুরু করে মধ্য রাত অবধি উপজেলার এ প্রান্ত থেকে অন্যপ্রান্তের সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি খোঁজ খবর নিচ্ছেন বিভিন্ন বিষয়ে।
ইতোমধ্যে সাধারণ মানুষের ভালবাসা আদায় করে তাদের মনে ঠাঁই করে নিয়েছেন।
নির্বাচিত হলে অবহেলিত জনপদের বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবেন। তার এমন সহজ সাবলিল প্রচারণায় আসন্ন নির্বাচনে উপজেলার সর্বত্রই তাকে ঘিরে আলোচনায় নতুন মাত্রা পেয়েছে।
কাজী তুহিনের জনসেবার মানষিকতার বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছেন উপজেলাবাসী। তাকে নিয়ে রীতিমত আন্দোলিত সব শ্রেণীপেশার মানুষ। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন। এ সময় সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি কথা বলেছেন বিভিন্ন বিষয়ে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভোটাররা বেশ ভাল ভাবেই নিচ্ছেন তাকে।
এলাকাবাসী জানায়, সৎ ও সততার প্রতীক, মিশুক প্রকৃতির মানুষ হওয়ায় সহজেই সকলকে আপন করে নিতে পারেন কাজী তুহিন।
কাশিয়ানীর সাধারণ ভোটাররা জানান, গরীব দুঃখী মানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ কাজী নূরুল হালিম (হালিম কাজী’র) সুজোগ্য পুত্র কাজী নুরুল আমিন (তুহিন) সততা ও যোগ্যতার বিচারে এগিয়ে আছেন। যিনি মেহনতী ও শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষের সুখ-দুঃখের সর্বসময়ের সাথী। তিনি এলাকার মানুষের সুখে দুঃখে নিজেকে উৎসর্গ করেছেন।
কথা হয় তারুণ্যের অহংকার কাজী নুরুল আমিনের (তুহিন) সাথে। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ‘কালের চাকা’কে জানান, কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণের ভোটে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে কাশিয়ানী উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো। মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত উপজেলা গড়াই আমার প্রধান লক্ষ্য। আশা করি কাশিয়ানীবাসীর ভোটে আমি নির্বাচিত হবো।
তিনি আরো বলেন, আমি যদি নির্বাচিত হই তাহলে কাশিয়ানীর রাস্তাঘাট ও স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে কৃষি খাতে অভাবনীয় উন্নয়ন সাধনে সদা সচেষ্ট থাকবো।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply