আব্দুর রহমান :
কারিগরি শিক্ষায় বিদ্যামান দ্বিতীয় শিফটের পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা নিরসনে অবিরাম কর্মবিরতি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা পলিটেকনিক কলেজ শিক্ষকদের অবিরাম কর্মবিরতি শুরু হয়। কেন্দ্রীয় শিক্ষক সমিতির কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন। এদিকে শিক্ষকদের অবিরাম কর্মবিরতি প্রত্যাহার করে ক্লাসে ফিরে আসার দাবিতে সাতক্ষীরায় ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন সাতক্ষীরা পলিটেকনিক কলেজ শিক্ষার্থীরা। পরে শিক্ষকদের অবিরাম কর্মবিরতি প্রত্যাহার করে ক্লাসে ফিরে আসার দাবিতে শিক্ষার্থী প্রতিনিধিরা অধ্যক্ষ প্রকৌশলী মাকসুদুর রহমানের সাথে কথা বলেন। এক পর্যায়ে অধ্যক্ষ বলেন, যৌক্তিক দাবীসহ স্ব স্ব বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু সমাধানের লক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের আলোচনা করার আহবান জানান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. ওসমান গনি, বোরহান মন্ডল, সোহান হোসেন, রাকিব কবির প্রমুখ।
N/P
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply