কলাপাড়ায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার স্বস্ত্রীক এক সফরে এসে বিভিন্ন দফতর ঘুরে ঘুরে পরিদর্শন করেন। মঙ্গলবার দুপুরে কলাপাড়ার খাদ্যগুদাম পরিদর্শণে শেষে খাদ্যমন্ত্রী বলেন, ধান ও চাউলের পযাপ্ত মজুদের জন্য দেশের সব নষ্ট ও পরিত্যক্ত গুদাম মেরামতের কাজ চলছে। কলাপাড়াসহ সারাদেশের খাদ্যগুদামগুলো ২০২১সালের মধ্যে মেরামত কাজ সম্পন্ন হবে। বর্তমানে দেশে খাদ্যের যথেষ্ট মজুদ রয়েছে দাবি করে তিঁনি বলেন, প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকার ধান ক্রয় করছে। তাদের লক্ষ্য কোন কৃষক যাতে ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হয়।
খাদ্যমন্ত্রী আরো বলেন, জেলায় ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা প্রায় ১৭ হাজার মেট্রিকটন। যার চার ভাগের একভাগও এখনও ক্রয় করা হয়নি। যেসব কৃষক এখনও ধান বিক্রয় করতে পারেনি তাদের ধান বিক্রয়ের জন্য উৎসাহিত করা হ”েছ।
এ সময় খাদ্য সচিব ড.মোসাম্মৎ নাজমানারা খানুম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুনিবুর রহমান, সহকারি কমিশনার (ভ‚মি) অনুপ দাস, ওসিএলএসডি মনির হোসেন প্রমুখ উপ¯ি’ত ছিলেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply