গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের একদিন পর গালাকাটা অবস্থায় সুমা খানম (৫) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের পরিত্যক্ত একটি ভিটা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু সুমা খানম কাশিয়ানী উপজেলার রাতাইল ইউনিয়নের চাপ্তা গ্রামের মো. মিজান শেখের মেয়ে ও চাপতা ২২ নং সর
কারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক গনেশ বিশ্বাস জানান, গতকাল বুধবার কাশিয়ানী উপজেলার চাপ্তা রেল স্টেশন থেকে নিখোঁজ হয় সুমা। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও সুমার কোন সন্ধান পায়নি পরিবারের লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানায় পরিবারের লোকজন।
আজ বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের পরিত্যক্ত একটি ভিটায় সুমার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরো জনান, নিহত শিশু সুমাকে গলা হাত ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
খুনিদের ফাঁসি চাই