ভালবাসার আবার দিবস থাকে নাকি? সেতো নিত্যকার ব্যাপার স্যাপার। সময় অসময়ের সুখ দুঃখের খুঁনসুটি খেলা।
কোন ভালবাসাই সস্থা নয়।মা বাবার সাথে সন্তানের, ভাইয়ের সাথে বোনের। বন্ধুর সাথে বন্ধুর। কিংবা প্রেমিক প্রেমিকার।
নিত্য নতুন নিত্য বাসি
নিত্য তারে ভালবাসি।
স্বামী স্ত্রীর মধ্যে এমন ভালবাসা থাকা চাই।
সন্তান বাবা মায়ের কাছে নাড়ী ছেড়া রক্তের বন্ধন। ভাই বোনও এর ব্যতিক্রম নয়। বন্ধুর ভালবাসা হল সব স্বার্থ ত্যাগ করে বন্ধুর পাশে থাকার নাম।
বর্তমানের বেবী বাবু ফ্ল্যাটের ভালবাসা বাজারের পচা আলু পটল পর্যায়ের। মন পুড়িয়ে ভালবেসে যাওয়ার নামই ভালবাসা।
আজ পশ্চিমারা তাদের মা বাবাকে দেখতে যাবে বৃদ্ধাশ্রমে। আজ এক শ্রেনীর প্রেমিক প্রেমিকারাও উগরে দেবে ভালবাসা? যেখানে সেখানে!
আজ আটলান্টিকের দুপাড় বেয়ে মমতাহীন বাতাসে ভালবাসা নামের সুগন্ধী ভেসে বেড়াবে। এ বাতাস ঘুরে ঘুরে প্রশান্ত মহাসাগর পাড়ে আছড়ে পড়বে। বাদ যাবেনা কেউ। এমনকি পাড়ার চা দোকানের ছোট্ট ছেলেটাও।
মানবগ্রহে আজ মেকি ভালবাসা বিলাবে সবাই।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply