মানবসেবায় অসামান্য অবদান রাখায় সম্মাননা পেলেন শাহারিয়া নাজিম শাওন।সে এই সম্মাননা পেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
ফরিদপুর ১ পেশাজীবী ছাত্র সমন্বয় পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর ১ আসনের বিভিন্ন মানবসেবী দের সম্মাননা জানানো হয়,এর মধ্যে শাওন ই সব থেকে জুনিয়র।সে কালেরচাকা কে জানান :”জানিনা কেন আমি এই মানবসেবা করি,তবে আমার প্রচন্ড ভালো লাগে এগুলো করতে।আমি মানসিক প্রশান্তি লাভ করি এগুলো করতে পারলে।আমি এ পর্যন্ত ২৪৪ ব্যাগ ব্লাড ডোনার ম্যানেজ করে দিয়েছি,নিজে ৯ বার ব্লাড ডোনেট করেছি,প্রায় ৩০ এর অধিক পরিবারকে নানান সময়ে নানান খাবার সামগ্রী ও আর্থিক সহযোগিতা দিয়ে সাহায্য করেছি,১৫ এর অধিক শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করেছি এবং আমি আমার এলাকায় মানবতার দেওয়াল,দুঃস্থ অসহায় মানুষের কাফনের কাপড় কেনার জন্য সহযোগিতা ও বিভিন্ন মাদ্রাসায় কুরআন শরীফ কিনে দেওয়ার ব্যবস্থা করেছি।
যেগুলো তে আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় সেগুলো তে আমি আমাদের এলাকার যারা স্বাবলম্বী আছেন তাদেরকে বলি তারা যতদূর পারেন সহযোগিতা করেন।”
ঢাকার স্টার কাবাব রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন:জনাব মনজুর হোসেন সংসদ সদস্য, ফরিদপুর-১,জনাব বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া,মাননীয় বিচারপতি, আপিল বিভাগ,বাংলাদেশ সুপ্রিম কোর্ট।জনাব এ.এফ. হাসান আরিফ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক আইন উপদেষ্টা, সাবেক এটর্নী জেনারেল,বাংলাদেশ, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,জনাব বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া মাননীয় বিচারপতি, হাইকোর্ট বিভাগ,বাংলাদেশ সুপ্রিম কোর্ট,জনাব প্রফেসর মিঞা লুৎফর রহমান প্রতিষ্ঠাতা,নবকাম ডিগ্রি কলেজ,জনাব হেমায়েতউদ্দিন তালুকদার সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,জনাব মোঃ হেমায়েত হোসেন
অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
জনাব সেলিনা হোসেন ডেইজি, পরিচালক,পরিবার পরিকল্পনা অধিদপ্তর।এ বছর সমাজ সেবা ও শিক্ষা ক্ষেত্রে অবিস্মরণীয় অবদান রাখায় কৃতিমান মানব সম্মাননা পেয়েছেন জনাব আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান রাখায় কৃতিমান মানব সম্মাননা পেয়েছেন জনাব হেমায়েতউদ্দিন তালুকদার, শিক্ষা ক্ষেত্রে অবিস্মরণীয় অবদান রাখায় কৃতিমান মানব সম্মাননা পেয়েছেন জনাব প্রফেসর মিঞা লুৎফর রহমান,এছাড়াও আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী উপজেলার ৩ জন সর্বোচ্চ পদমর্যাদার সরকারি অফিসার কৃতিমান মানব সম্মাননা পেয়েছেন। তারা হলেন জনাব বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া(মধুখালী), জনাব আসাদুজ্জামান মিয়া (আলফাডাঙ্গা), জনাব মোঃ হেমায়েত হোসেন (বোয়ালমারী)
আর মানব সেবায় অবদান রাখার জন্য শাহারিয়া নাজিম শাওন এ সম্মাননা পান,শাওন আপনাদের সকলের দোয়া কামনা করেছেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply