চট্টগ্রাম: আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে ছয়টি দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।এ সময় সেখান থেকে মেয়াদোত্তীর্ণ, চিকিৎসকের নমুনা ও বিক্রয় নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দের পাশাপাশি ৯০ হাজার টাকা জরিমানা করা হয়
বুধবার (৬ মার্চ) উপজেলা প্রশাসন এবং ওষুধ প্রশাসন অধিদফতর এ অভিযান চালায়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ।
এ ব্যাপারে ওষুধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান কালের চাকা অনলাইন কে বলেন, অভিযানে লাইসেন্সবিহীন ব্যবসা, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
এর মধ্যে মেসার্স জান্নাত মেডিকেল হলকে ২০ হাজার টাকা, জনসেবা ফার্মেসিকে ১০ হাজার টাকা, এ রহমান ফার্মেসিকে ২০ হাজার টাকা, জামান মেডিকেল হলকে ১০ হাজার টাকা, কেয়ার মেডিকোকে ২০ হাজার টাকা, সাইনিং ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জব্দকৃত প্রায় দুই লাখ টাকার অবৈধ ওষুধ ধ্বংস করা হয়।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply