সৈয়দ তারেক মোহাম্মদ অাব্দুল্লাহ :
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের টিটা খেয়া ঘাট এলাকায় ৮৫২ দৈর্ঘ্য ১২ ফুট প্রস্থের ভাসমান সেতু নির্মিত হচ্ছে। দীর্ঘ দিন ধরে টগরবন্দ ইউনিয়নের টিটা, টিটা পানাইল,পানাইল শিকার পুর,ইকরাইল ও কুতুমতিয়া গ্রাম বাওড়ের কারনে মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন। এই ৬ গ্রামে ১২ হাজার মানুষের বসবাস,তাদের মূল ভূখন্ডে আসতে নৌকাই একমাত্র বাহন। এতে সময় ও অর্থ অপচয় হত। একটি সেতু নির্মানের জন্য দীর্ঘ দিন দাবী করে আসছিলো এলাকাবাসি। সেতু নির্মান কাজ তদারক করছেন টগরবন্দ ইউপি চেয়ারম্যান ইমাম হাসান স্বপন তিনি বলেন এলাকার সাংসদ, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, স্থানীয় মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন কাজ হয় নাই। অবশেষে ব্যক্তি উদ্যোগে ৬০ জন ব্যক্তি ৬০ লাখ টাকা সংগ্রহ করে কাজ শুরু হয়। ২০১৯ সালের ২২ শে নভেম্বর এই সেতুর কাজ শুরু হয়। এলাকাবাসি সেতুটির নামকরন করেছে স্বপ্নের সেতু। ইতিমধ্য সেতুটির ৬০ ভাগ কাজ শেষ হয়েছে,বাকি কাজ ২০২০ সালের মার্চ মাসের মধ্য শেষ করার লক্ষ ঠিক করা হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায় ৮৫২ টি ড্রাম ৬০ টন স্টিল দিয়ে নির্মিত হচ্ছে সেতু।প্রতিদিন উৎসুক জনতা ভিড় করছে এই সেতুর কর্মযজ্ঞ দেখার জন্য। বেসরকারী ব্যাংক কর্মকর্তা মুকুল খানের ডিজাইনে সেতুটি নির্মিত হলে পর্যটকের জন্য হবে দর্শনীও স্থান।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
No comment