কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারে পুস্পীতা নেট মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিক গোলাম মোস্তফা সরদার জানান, গতকাল দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের টিনের চালা কেটে উপর দিয়ে দোকানে ঢোকে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে দোকানে এসে শাটার খুলেই দেখতে পাই উপরের দিকে টিন কাটা ও মালামাল এলোমেল হয়ে পড়ে আছে। দোকান থেকে ৪০ টা মোবাইল ফোন, ৩০ হাজার টাকার মোবাইল কার্ড ও নগদ ৯০ হাজার টাকা নিয়ে যায়। সব মিলিয়ে এক লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। মোবাইলের দোকানে চুরির মৌখিক অভিযোগ পেয়ে কাশিয়ানী থানার এসআই গনেশ বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Great content! Super high-quality! Keep it up! 🙂