কাশিয়ানী প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল ও অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শাহজাহান মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত ও অপর ৩ জন আহত হয়েছেন। আহতদেরকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ওই ব্যক্তি ভ্যানের যাত্রী ছিলেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে শাহাজান মিয়া কাশিয়ানী থেকে অটোভ্যানে করে তার গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সস্রাইল যাচ্ছিলেন। পথিমধ্যে কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানটি উল্টে রাস্তার উপর পড়লে ঘটনাস্থলেই শাহাজাহান মিয়া মারা যান। এসময় তিনজন আহত হয়।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply