নিজস্ব প্রতিবেদক :
গোপালগঞ্জের মুকসুদপুরে আবুল হাসান দরানী (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। আজ রোববার রাত সাড়ে ৮ টায় উপজেলার বনগ্রাম বাজারে অভিযান চালিয়ে তাকে মাদকদ্রব্যসহ আটক করা হয়।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে বনগ্রাম বাজারে অভিযান চালিয়ে আবুল হাসান দরানীকে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ০২টি সীমকার্ডসহ আটক করা হয়। সে একই উপজেলার লোহাইর গ্রামের আওলাদ আলী দরানীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম জানান, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মুকসুদপুর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। তাকে উদ্ধারকৃত ইয়াবাসহ মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মুকসুদপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply