পরশ উজির :
গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া ঢাকা-খুলনা মহাসড়কে দাড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় সেতু বিশ্বাস (৩২) নামে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আজ সোমবার রাত সাড়ে ৮ টার এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রাইভেটকারের চালক সেতু বিশ্বাস শহরের মৌলভীপাড়ার মিন্টু বিশ্বাসের ছেলে।
নিহত ও আহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী এবং গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। আহতদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সাভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ জানান, ঘটনাস্থলে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছন দিক থেকে গোপালগঞ্জ অভিমুখে আসার পথে একটি প্রাইভেট কার ধাক্কা লাগায়। এতে প্রাইভেট কারের ড্রাইভারসহ ৫ জন আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সেতু বিশ্বাস মারা যায়।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
তদারকি করা যাতে হাই ওয়ায়েতে যত্রতত্র গাড়ী থামিয়ে মালামাল লোড করা না হয়৷