মামুনুর রশিদ, সাতক্ষীরা :
সদর উপজেলার বল্লী ইউনিয়নের ৪৯ নং রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার ঘোষিত স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন-২০২০ শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ভোট গ্রহণ চলে।
বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি নিয়ে গঠিত স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে ৭ টি পদে মোট ১২ জন প্রার্থী (ছাত্র/ছাত্রী) প্রতিদ্বন্দ্বিতা করে। টানা ভোট গ্রহণ শেষে বিকালে ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. ফতেমা খানম। এ নির্বাচনে পরিবেশ ( বিদ্যালয় আঙ্গিনা ও টয়লেট পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনা), পুস্তক এবং শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, পানি সম্পদ, মিড ডে মিল, অভ্যর্থনা ও আপ্যায়ন এ ৭টি পদে মোট ১২ জন প্রার্থী (ছাত্র/ছাত্রী) প্রতিদ্বন্দ্বিতা করে ৭ জন প্রার্থী ব্যালটের মাধ্যমে নির্বাচনে বিজয়ী হয়।
বিজয়ী প্রার্থীরা হলো ( পদের ক্রমানুসারে)– তাহমীদ বিন কামরুল (৫ম শ্রেণি), সিনথিয়া উজান (৪র্থ শ্রেণি), মোহনা সুলতানা (৫ম শ্রেণি), তাসলিমা সুলতানা ইভা (৪র্থ শ্রেণি) , সামিয়া ইয়াসমিন ত্বোয়া (৩য় শ্রেণি) , মোঃ মামুন হোসেন (৪র্থ শ্রেণি) , রাহুল হোসেন (৩য় শ্রেণি)।
এ নির্বাচনে ৬৯ জন ভোটার (ছাত্র/ছাত্রী) তাদের ভোটাধিকার প্রয়োগ করে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিল ৫ম শ্রেণির সুমাইয়া অন্তরা। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে ৫ম শ্রেণির ছাত্রী জান্নাতুল আক্তার জীম ও ৫ম শ্রেণির নাহিদুল ইসলাম মুন্না এবং ৪র্থ শ্রেণির ছাত্রী মারিয়া ইয়াসমিন মনিরা পোলিং অফিসারের দায়িত্ব পালন করে।
ভোট চলাকালে প্রত্যেকটি বুথে তদারকি ও সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুজ্জামান পলাশ, মীর আবুল কালাম আজাদ প্রমুখ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply