ফরিদপুরের আলফাডাঙ্গা বোয়ালমারী সমগ্র উপজেলাতে একটু ঝিরিঝিরি বৃষ্টি হলে সড়ক ও মহাসড়কের পাশে ইট ভাটার সামনে দিয়ে কাঁদা, পানিতে বেহাল দশায় ও জন দুর্ভোগ শিকার হচ্ছে সাধারণ মানুষ।সড়ক মহাসড়কে পাশে রয়েছে অসংখ্য ইট ভাটা।ছবিতে প্রাইভেট কার বোয়ালমারী যাওয়ার পথে ভাটপাড়া নামক স্হানে ছিলিপ করে দেড়শত ফুট যাওয়ার পরে শেষ মুহূর্তে দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল।জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চালাতে হচ্ছে গাড়ি চালকদের। ভাটাগুলোতে টলি, ট্রাক ডালা ছাড়া অতিরিক্ত মাটি বোঝাই করে। একাধিক ব্যাক্তি বলেন, মাটির ঠিকাদার অধিক লাভের লোভে মাটি বোঝায় দিচ্ছে।রাস্তা দিয়ে মাটি বোঝাই গাড়ি চলার সময় ইঞ্জিনের কাপুনিতে রাস্তা দিয়ে মাটি পরতে থাকে,নেই কোন পর্দার ও সুরক্ষার ব্যবস্হা। ফোটায় ফোটায় বৃষ্টি হলে রাস্তার উপর পরে থাকা মাটি ভিজে নরম হয়ে পিচ্ছল হচ্ছে রাস্তা। প্রতিনিয়ত ঘটছে ভয়াবহ দূর্ঘটনা।যেখানে সড়ক, মহাসড়কের পাশে ইট ভাটা থাকলে কাদা অপসরণের জন্য প্রতিনিয়ত পরিস্কার পরিছন্ন রাখবে।কিন্তু তা না করে যেমন খুশি তেমনি ভাবে মাটি টানা গাড়িগুলি চালাচ্ছে।এতে আরো দূর্ঘটনা ঘটার আশংখা রয়েছে।সমগ্র দুই উপজেলার সাধারণ জনগন প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।প্রশাসনের কাছে জনগনে জোর দাবী অতি দ্রুত স্হায়ী সমাধান সমাধান চায়।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply