সৈয়দ তারেক মোহাম্মদ অাব্দুল্লাহ :
দক্ষিণ বোয়ালমারী’র রুপাপাত ইউনিয়নের দেউলি গ্রামের ইশরাত জাহান(৩৭)পিতা-অাব্দুর রউফ বিশ্বাস অাজ বিকাশ প্রতারকের খপ্পরে পড়ে ১৭৫০০ টাকা খোয়ালেন, খোঁজ নিয়ে জানা যায় ঢাকা থেকে ইশরাত জাহানের মোবাইলে বিকাশে তার ভাই ২০০০টাকা পাঠায়, কিছুক্ষন পরে ইশরাতের মোবাইলে ০১৭৬৪৩২১০৬৬ এই নম্বর থেকে বিকাশ অফিস পরিচয় দিয়ে তথ্য চেয়ে বলে অাপনার এ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে,অাপনি পিন কোড দিন অাপনার এ্যাকাউন্ট ঠিক করে দিচ্ছি,ও-ই বলে পিন কোড নিয়ে ২০০০ টাকা নিয়ে নেয় এরপর প্রতারক তাকে একটি নাম্বার লিখে দিয়ে বলে ১৫৫০০ টাকা এই কোড নাম্বারে ০১৭৬৪৩২১০৬৬ যে কোন বিকাশ দোকানে যেয়ে পাঠান এ্যাকাউন্ট সচল হবে।সরল বিশ্বাসে সহস্রাইল বাজারে সুমন বস্ত্রালয়ে বিকাশ এজেন্ট সুমন কাজী’র কাছে গিয়ে বলে এই কোড নাম্বারে ১৫৫০০ টাকা পাঠান। বিকাশে টাকা পাঠিয়ে বিকাশ এজেন্ট টাকা চাইলে ইশরাত হতভম্ব হয়ে যায় ইশরাত জাহান। পরবর্তীতে বিষয়টি ভুক্তভোগী ইশরাত ও বিকাশ এজেন্ট সুমন কাজী বুঝতে পারে।ইশরাত বলেন অামি প্রতারণার শিকার হয়েছি এই কোড নাম্বারে ১৫৫০০ টাকা পাঠাতে বলেছে,অামি বুঝতে পারি নাই।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply