:
গোপালগঞ্জের কাশিয়ানীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ইমাম হোসেন কদর। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে খুলনা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ইমাম হোসেন কাশিয়ানী উপজেলার সড়ইকান্দি গ্রামের ফোকর উদ্দিন মিয়ার ছেলে।
কাশিয়ানী থানার এসআই আমিনুর রহমান জানান, ইমাম হোসেন কদর একে একে চারটি বিয়ে করে। তার স্ত্রীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে দায়ের করা মামলায় তাকে ১৪ বছরের সাজা দেয়। তখন থেকে পলাতক ছিল ইমাম হোসেন কদর। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply