নিজস্ব প্রতিবেদক :
চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্র কল্যান পরিষদ, আইএচটি রাজশাহীর আয়োজনে মুজিববর্ষ উদযাপন,নবীন বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান চিড়িয়াখানায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলার কৃতি সন্তান, মানবিক সরকারি কর্মকর্তা, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিসি ফুড মোঃ সেফাউর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,”একজন মানুষ হিসেবে তোমার সমাজের প্রতি, পরিবারের প্রতি দায়িত্ব আছে। মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। শুধু ডিগ্রি গ্রহণ নয় সমাজ পরিবার ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হতে হবে। আইএচটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে মানুষের সেবা করতে শেখায়।”
তিনি আরো বলেন,” এমন কিছু তোমরা করবা না যাতে তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমার পরিচয় দিতে লজ্জাবোধ করবে।তোমার অর্জিত জ্ঞান ও সম্পদের যথাযথ প্রয়োগ না হলে সৃষ্টিকর্তার কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। ”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরুণ নারীনেত্রী কেয়া রহমান, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান রাজীব, চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিউল ইসলাম সাকিল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য আতিকুর রহমান সুমন, রাজশাহী মহানগর সৈনিকলীগের সভাপতি শাহরিয়ার সুমন, রাজশাহী আইএচটি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তুহিন, বর্তমান রাজশাহী আইএচটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম, সহ-সভাপতি রাকিবুল হাসান প্লাবন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শওকত অকবর রবিন,বাংলাপ্রবাহ২৪ এর সম্পাদক গোলাম মর্তুজা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি শাকিল, সহ-সম্পাদক সিহাব সাগর, রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি অনিক মাহমুদ বনি, শের-ই-বাংলা হল ছাত্রলীগের নেতা ফয়সাল বিশ্বাস সহ মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য শেষে নবীন ও বিদায় শিক্ষার্থীদের মুজিব বর্ষের লোগো সম্বলিত ক্রেস্ট ও রজনীগন্ধা ফুল দেওয়া হয়।
মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ অাইএচটি র সভাপতি নুরুজ্জামান নুর।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply