1. royelllab@gmail.com : admin : কালের চাকা ডেক্স :
  2. kashiani09@gmail.com : Uzir Poros : Uzir Poros
  3. newsdex@kalerchaka.com : নিউজ ডেক্স : নিউজ ডেক্স
  4. shaonbsl71@gmail.com : Shaharia Nazim Shaon Staff Reporter : Shaharia Nazim Shaon Staff Reporter
  5. soykatsn@gmail.com : Soykat Mahmud : Soykat Mahmud
  6. kcnewsdesk@kalerchaka.com : কালের চাকা ডেস্ক 2 : কালের চাকা ডেস্ক 2
  7. hksopno51@gmail.com : Shopno Mahmud : Shopno Mahmud
  8. demo@gmail.com : demo demo : demo demo
  9. editorparosh@gmail.com : editor parosh : editor parosh
  10. adminx@gmail.com : admin admin : admin admin
  11. admin@kalercchaka.com : admin Admin : admin Admin
  12. info@breakignews.com : Br ki : Br ki
  13. newsroom@kalerchaka.com : News Room : News Room
  14. niloykustia@kalerchaka.com : Niloy Rasul : Niloy Rasul
  15. info@pressengine.xyz : Press engine : Press engine
  16. royel.oe@gmail.com : Shakil Shakil : Shakil Shakil
  17. subadmin@dtmti.com : subadmin subadmin : subadmin subadmin
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
নোটিস :
দৈনিক "কালের চাকা" পত্রিকার সকল স্টাফ, সম্পাদক পরিষদ সহ সকল লেখক, পাঠক, বিঞ্জাপনদাতা, এজেন্ট, হকার ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে দৈনিক কালের চাকা পত্রিকার লোগো পাল্টানো হয়েছে আপনার আজ থেকে কালের চাকা সংশ্লিস্ট সকল জায়গায় নতুন লোগো দেখতে পারবেন শুভেচ্ছান্তে - সম্পাদক ও প্রকাশক দৈনিক কালের চাকা
শিরোনাম
রামপালে জমিজমার বিরোধ নিয়ে চাচাতো ভাইকে কুপিয়ে যখম আলফাডাঙ্গায় জমিয়তে উলামায়ে ইসলামের কমিটি গঠন ছাত্রদের চোখের জলে স্কুল থেকে বিদায় নিলেন শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক জনাব শামসুল হক মাষ্টার। নকল ভেজাল নিম্নমানের কসমেটিকসেবাজার সয়লাব দায় কার?? – ড. এম. এন. আলম ঔষধের মূল্য বৃদ্ধির এ প্রবণতা রুখতেকতিপয় সুপারিশ ও প্রস্তাবনা-ড.এম.এন.আলমসাবেক উপপরিচালক ও আইন কর্মকর্তাঔষধ প্রশাসন অধিদপ্তর। বগুড়ার ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ১০ টাকায় পাঞ্জাবি, ১০০ টাকায় প্রেসার কুকার, আজ রাতে পাবেন ইভ্যালিতে প্রেসক্লাব আলফাডাঙ্গা’র শুভ উদ্বোধন কোনো নায়িকাই পেলেন না নৌকার টিকিট বাগেরহাট-৩ এ স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আলহাজ্জ্ব ইদ্রিস আলী ইজারাদার

শ্রমিক ইউনিয়নের নির্বাচন পলাশবাড়ীতে সোবাহান সভাপতি- বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত

আশরাফুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • প্রকাশ সময় : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ১২৭৫৫৭ নিউজটি দেথা হয়েছে

:

শ্রমিক ইউনিয়নের নির্বাচন পলাশবাড়ীতে সোবাহান সভাপতি- বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং ৪৯৪ এর ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কঠোর পুলিশী নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৯ ফেব্রয়ারী শনিবার এদিন সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।

দিনব্যাপী এ ভোট গ্রহনে ১২ টি পদে ৩৭ জন প্রার্থীদের পদে সংগঠনের ১৩২৪ জন বৈধ ভোটারের মধ্যে ১১৭০ জন ভোটার ভোট প্রদান করেন। এ নির্বাচন ধর্মীয় সম্পাদক হাফেজ নুরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় আগেই নির্বাচিত হয়। ১৩ টি পদে একটি বিনাপ্রতিদ্বন্দিতায় ও পরে নির্বাচনে ১২ টি পদে ভোটে ১৪ জন প্রার্থী নির্বাচিত হন।

সভাপতি পদে নির্বাচিত হন সংগঠনের সাবেক সভাপতি আব্দুস সোবাহান বিচ্চু তিনি ভোট পেয়ছেন ৫৮৬ টি । তার প্রতিদ্বন্দি প্রার্থী আবু তাহের বটগাছ তিনি পেয়েছেন ৩৯৫ ভোট অপর প্রার্থী আবুল কালাম আজাদ সাবু পেয়েছেন ১৭৪ ভোট। এ পদে নষ্ট ও বাতিল ভোট ১৭ টি।

সাধারণ সম্পাদক পদে মোমবাতি মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব । তার প্রতিদ্বন্দি প্রার্থী তৌহিদুল ইসলাম পেয়েছেন ৫০০ ভোট। তার মার্কা ছিলো ছাতা। এ পদে নষ্ট ও বাতিল ভোট ৪ টি।

সহ- সভাপতি পদে বাস মার্কা নিয়ে ৫০৯ ভোট নির্বাচিত হয়েছেন আজাহার আলী। তার প্রতিদ্বন্দি প্রার্থী কুড়াল মার্কার প্রার্থী আবুল হোসেন ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে ভোট দেননি ও নষ্ট ভোট ১৬০ টি।

সহ সাধারণ সম্পাদক পদে সেলাই রেঞ্জ মার্কায় ৪২১ ভোট নির্বাচিত হয়েছেন সাজু মিয়া । তার প্রতিদ্বন্দি প্রার্থী আব্দুল মতিন আম মার্কায় ভোট পেয়েছেন ২৯১ টি,অপর প্রাথী মজনু মিয়া গরুর গাড়ী মার্কায় ২৩৪ ভোট , এ পদে আরেক প্রার্থী আনোয়ারুল ইসলাম হ্যারিকেন মার্কা পেয়েছেন ১২১ ভোট। এ পদে নষ্ট ও ভোট দেননি ১০৩ টি।
সাংগঠনিক সম্পাদক পদে হাতি মার্কায় ৪১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফিরোজ কবির । তার প্রতিদ্বন্দি প্রার্থী হিসাবে স্টেয়ারিং মার্কা নিয়ে ফরিদুল ইসলাম আকন্দ পেয়েছেন ৩৫৫ ভোট। অপর প্রার্থী আব্দুল কাদের প্রধান বাঘ মার্কায় ভোট পেয়েছেন ২৬১ টি। এ পদে নষ্ট ভোট ও দেননি ১৪০ টি।

কার্যকরি সভাপতি পদে হরিণ মার্কা নিয়ে ৫০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খাজা মন্ডল।তার একমাত্র প্রতিদ্বন্দি প্রার্থী রফিকুল ইসলাম ঘড়ি মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৪৯৪ টি। এ পদে নষ্ট ও ভোট দেননি ১৭৪ টি।

অর্থ সম্পাদক পদে হাতুরি মার্কায় ৫৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রঞ্জু মিয়া। তার প্রতিদ্বন্দি প্রার্থী আব্দুল বারী মিয়া মোরগ মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৪৬৭ টি। তৃতীয় হয়েছেন আব্দুল মমিন মিয়া ম্যানেজার তাজমহল মার্কায় ভোট পেয়েছেন ৫৩ টি। এ পদে নষ্ট ও ভোট দেননি ১৪৬ টি।

সড়ক সম্পাদক ২ টি পদে মাছ প্রতিক ৭৯৫ ভোট পেয়ে প্রথম নির্বাচিত হয়েছেন একাধিকবার নির্বাচিত শহিদুল ইসলাম সরকার। ৫৪১ ভোট পেয়ে দ্বিতীয় নির্বাচিত হয়েছেন সাদেকুজ্জামান মিন্টু। তাদের প্রতিদ্বন্দি প্রার্থী হিসাবে মধু মিয়া ফুটবল মার্কায় পেয়েছেন ৪২৭ ভোট।

দপ্তর সম্পাদক পদে কলস মার্কায় ৫৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম। তার প্রতিদ্বন্দিপ্রাথী হিসাবে দোয়াত কলম মার্কার প্রার্থী সায়েদ আলী পেয়েছেন ৪২১ ভোট। এ পদে নষ্ট ও ভোট দেননি ১৯২ টি।

প্রচার সম্পাদক পদে চেয়ার মার্কায় ৪২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাজা মিয়া । তার প্রতিদ্বন্দি প্রার্থী হিসাবে নওশা মিয়া ডাব মার্কায় ভোট পেয়েছেন ৩৩৬ টি। এ পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন অপর দুই প্রার্থী আশরাফুল আলম মাইক মার্কায় ভোট পেয়েছেন ১৮৫ টি। সরোয়ার কবির মজনু টিয়া পাখি মার্কায় ভোট পেয়েছেন ১১০ টি। এ পদে নষ্ট ও ভোট দেননি ১১৯ টি।

২ টি সদস্য পদে লুৎফর আলী প্লাস মার্কায় ৩৮৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন। জসিম উদ্দিন ঘোড়া মার্কা নিয়ে ৩৪৮ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য নির্বাচিত হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দিতাকারী আবুল কালাম সরকার মই মার্কায় পেয়েছেন ২৮২ ভোট, মিনু মিয়া টেম্পু মার্কায় পেয়েছেন ২৪৯ ভোট,সেলাই মেশিন মার্কায় শাহানুর পেয়েছেন ২৩৩ ভোট,তলোয়ার মার্কায় সামাদ মিয়া পেয়েছেন ২৩৩ ভোট।
ভোট গ্রহন শেষে প্রিজাইডিং অফিসার হাসানুজ্জামান স্বাক্ষরিত ফলাফল ঘোষনা করেন রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন। এসময় নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারি কমিশনার ভুমি সালমা থাতুন জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার আসাদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান,ওসি তদন্ত মতিউর রহমান সহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা ও নির্বাচন পরিচালনা কমিটি।

নিউজটি ফেচবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সর্বশেষ সংবাদ

© All rights reserved 2000-2025 © kalerchaka.Com

Developed by MozoHost.Com