লালমনিরহাটের আদিতমারীতে উপজেলায় পর্যায়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী বের করেন উপজেলা প্রশাসন।
রবিবার সকালে সরকারী আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করন। শেষে আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস।
উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদিতমারী সরকারী কলেজের সহকারী অধ্যাপক তাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনএম শরীফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, বিভিন্ন বীমা কোম্পানীর কর্মী ও গ্রাহকরা।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply