নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহ্ পুর বাজারে ছাত্রলীগের ওপর শিবিরের হামলার ঘটনা ঘটেছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছে। আজ রোববার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন, গুলিবিদ্ধ হাবিব, রনি, মনু, রায়হান, রাকিব। এর মধ্যে রাকিবের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালে আহতরা জানান, রাতে স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন তারা। হঠাৎ ৮টার দিকে শিবিরের কয়েকজন এসে এলোপাতাড়ি গুলি করে। আতঙ্কগ্রস্ত হয়ে স্থানীয়রা দিকবিদিক ছুটোছুটি করে। এর মধ্যে শিবিরের কয়েকজন দোকানে ঢুকে কুপিয়ে আহত করে ছাত্রলীগের কর্মীদের। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান।
বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছে। খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply