নোয়াখালীর বেগমগঞ্জে শিবিরের হামলায় আহত ৫ ছাত্রলীগ কর্মীর মধ্যে গুলিবিদ্ধ রাকিব হোসেন (২৫) মারা গেছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিবের মৃত্যূ হয়। মৃত রাকিব হোসেন আমান উল্যাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও চর আমান উল্যাহপুর গ্রামের সফি উল্যার ছেলে।
আমান উল্যাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান জানান, গুরুতর আহত রাকিব হোসেনকে রোববার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে সাত ব্যাগ রক্ত দেয়া হয়।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
একই ঘটনায় আহত হাবিবকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত রায়হান মনু নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আমান উল্যাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা আলমগীর হোসেনের ভাই ফারুক হোসেনসহ চারজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী সংঘর্ষের ঘটনায় মৃত রাকিবের মা বাদী হয়ে ২৫ জনকে আসামি করে মামলা করেছেন বিলে জানিয়েছেন।
এরই মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। অনান্য আসামীদের দ্রুত গ্রেফতারের তৎপরতা চলছে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply