:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাজস্ব খাতের অর্থায়নে রবি/২০১৯-২০২০অর্থ বছরে স্থাপিত প্রদর্শনীভূক্ত সরিষা ফসলকে কেন্দ্র করে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার পাইকের বাড়ী মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সমাজ সেবক কাঞ্ছিরাম ওঝার সভাপতিত্বে মাঠ দিবসে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে,উপ সহকারী কৃষি অফিসার বিজন বিহারী দত্ত,করুনা বৈদ্য,রমেন্দ্রনাথ হালদার,প্রশান্ত সরকার,সুশান্ত মধু,দিনেশ জয়ধর,স্বপন মহালদার,সরিষা চাষী পরেশ হালদার,নগেন মজুমদার বক্তব্য রাখেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply