:
গোপালগঞ্জের কাশিয়ানীতে রামদিয়া সরকারি এস কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের ওপর মুখোশধারী দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক শেখ মাসুমের নেতৃত্বে মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১২ টার সময় সরকারি এস কে কলেজ গেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান, কাশিয়ানী এম এ খালেক কলেজের অধ্যক্ষ কেএম মাহমুদ, সরকারি এস কে কলেজের সহকারী অধ্যক্ষ নিত্যনন্দ রায়, ওড়াকান্দি ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধন ও সমাবেশে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মী ও সরকারি এস কে কলেজের সকল শিক্ষক এবং শিক্ষার্থীর পক্ষে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক শেখ মাসুম সরকারি এস কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের উপর অতর্কিত হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তৎসঙ্গে অতিসত্বর দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট আইন শৃঙ্খলাবাহিনী ও কতৃপক্ষের নিকট দাবি জানিয়েছে।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান সকল শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য একাত্বতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত রোববার রাত ৮ টার দিকে মুখোশধারী দূর্বৃত্তদের হামলায় আহত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি এস কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম গুরুতর আহত হন। বর্তমানে তিনি গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় তাঁর বাসায় রয়েছেন বলে জানাগেছে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply