:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পুলিশের রিকুইজিশন করা টহল গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার (৪ মার্চ) রাতে উপজেলার হাতিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালী সময় ডট কমকে জানান,পুলিশের রিকুইজিশন করা টহল গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও হামলার চালায় কিছু দুষ্কৃতকারী। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। আইনানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply