:
ঐত্যিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গাইবান্ধায় জেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে আজ ৭ মার্চ শনিবার পৃথক পৃথক কর্মসূচী পালন করা হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পৌর পার্কে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে জেলা প্রশাসন এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের জনগণ পুষ্পমাল্য অর্পণ করেন। সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে দিবসটি পালিত হয়।
সকাল ১০টায় স্থানীয় পাবলিক লাইব্রেরী চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। জেলা প্রশাসক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, অতিরিক্ত পুলিশ সুপার মো: মইনুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাঙ্গাগীর কবির মিলন, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ প্রমুখ। পরে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিন বিকেলে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মোজাম্মেল হক মন্ডল, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু, সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply